যেদিন থেকে নিভে গেছে আলো_কেটে গেছে ঘোর,
সেদিন থেকেই নির্ঘুম রাত কেটে হয় ভোর।

ভোরের আকাশে যখন কেটে যায় আধার,
পাখিরা উড়ে আবার আকাশে।
আমি থাকি তখন নিঝুম অন্ধকারে_রাতের আবেশে।

এ কোন সে মায়া কেড়ে নিলো আলো,
চোখ মেলতেই দেখি অন্ধকার আর কালো।
তবে কি জীবন তিমিরের ন্যায়,
আমার জীবনেই কেন আঁধার হয়।

নাকি আকাশ মেঘের সন্ধিক্ষণে,
চুক্তি করেছে সঙ্গোপনে।
রবি, শশী, নক্ষত্ররাজি মুখ ফিরিয়ে
নিয়েছে আজি।
যত দিন যায় জোৎস্নারাও হারায়,
আভা, বিভা, জ্যোতি পথেই হারায়।

দীপ্তিহীন পথে দিচ্ছি জীবন পাড়ি,
সে পথে আমি আর কতদূর'ই বা যেতে পারি।
তবু সেই উদ্দেশ্যহীন পথে দিয়েছি জীবন বিলায়,
দেখি নিয়তি জীবনকে কতদূরে নিয়ে যায়।