আজো আমি শুনি তীব্র চিৎকার-ভালোবাসার,
মধ্যরাত্রে জীবন্ত লাশদের বুকফাটা-হাহাকার।
ভালোবাসার জন্য যারা, এপার ওপার
তোলপাড় করে বেড়ায়
এতটুকু ভালোবাসার জন্য ভরাডুবি নদী
সাতরে সাতরে ক্ষয়ে গেছে যাদের অর্ধেক জীবন।
আর অর্ধেক জীবন পরে আছে-ভালোবাসার জন্য
কিন্তু হায়! ভালোবাসা নেই।
ভালোবাসার জন্য অধীর অপেক্ষায় মাঝরাত্রে
মধ্যরাস্তায় অর্ধ উলঙ্গ এক নারী,
কিংবা গোধুলীর বিকেলে বসে আছে নয়না
পড়নে তার নীল শাড়ি।
ভালোবাসার জন্য অনাথ শিশুটা তপ্ত রৌদ্রে
মায়ের আঁচল খোঁজে,
ভালোবাসার জন্য বখাটে ছেলেটা
আজ উদ্মাদ পাগলের বেশে।
ভালোবাসলে ভালোবাসা আর ভালোলাগলে ভালোবাসা
আজি এক তব নহে,
এতটুকু ভালোবাসা পেলে হে কাঙ্গাল
স্বর্গেরও সুখ পাবে।