ভালোবাসি-ভালোবাসি দিব্যার সূর্যের আলোর মতো,
ভালোবাসি নিশিতের চন্দ্র তারার মতো।
দিনকে ভালোবেসে রৌদ্র যখন মাথা নত করে
দূদন্ড শান্ত ছায়ার কাছে,
কিংবা নির্ঘুম রাতটাকে ভালোবেসে আধো আবছা আলোয় মিটমিট করে জ্বলে ওঠে জোনাকিরা,
তেমনি করে ভালোবাসি আমি তোমায়।
ভালোবাসি-ভোড়ের কুয়াশার মতো, ভালোবাসি
শেষ বিকেলে সূর্য ডোবা অন্ধকারের মতো।
ঘন কুয়াশা ভালোবেসে যেমন করে বাঁচিয়ে রাখে
দূর্বাঘাস ও কাশফুলকে,
যেমন করে জাগিয়ে তোলে পূর্ণ দিনের বাঁচার আগ্রহকে।
কিংবা গোধুলি বিকেলে সূর্যটা যখন সমাপ্তি রেখায় দাড়িয়ে,
ইচ্ছা না থাকা সত্বের অপেক্ষার প্রহর গোনা কখন সে ফিরবে,
তেমনি করে ভালোবাসি আমি তোমায়।
ভালোবাসি আমি তোমায় পাহাড় বেয়ে বয়ে যাওয়া
নির্ঝর ঝরনার মতো,
কিংবা মেঘাছন্ন আকাশ বেয়ে নেমে আসা দু ফোটা বৃষ্টির মতো,
নদী সাগর যেখানেই থাকো না কেন- তোমার অজদ্র জলের অন্তরালে আমি মিশবই।
ভালোবাসি- শীতের আগমনে গমন করা অতিথি পাখিদের মতো,
সময়টা খুব অল্প হলেও, এই ক্ষনিকের ভালোবাসা বাঁচিয়ে রাখবে সারাটা জীবনের বেঁচে থাকার আগ্রহকে।