আমার ব্যক্তিগত একটা পৃথিবী হবে
যেখানে শুধু সুখ রবে,
যেখানে দুঃখ বেদনা কেহ চিনিবে না,
জানিবেনা অশ্রু কাহারে বলে।
মন্দ হতোনা, আমার একটা এমন পৃথিবী
হলে।

যেখানে নদীরা সাগরে মিশিবে, মাঝিরা
করিবে মাছের সঙ্গে খেলা।
যেখানে পাখিরা আকাশে উড়িবে,
শংখচিলের সহিত কাটিবে বেলা।

যেখানে মেঘেরা তপ্ত রৌদ্রে, ছাড়িবে
বারন মেলা,
বারিরা এসে ধরায় পরিবে, সোনার
ফসল ফলা।

যেখানে নারী হীড়ের বদলে গলায়ে
জরাবে মালা;
যেখানে পুরুষ নারীরে দেখিবে
অপরুপ মেঘমালা।
যেখানে ধর্মের বড়াই ছেড়ে, সকলি
খাবে একি থালা।

যেখানে যুদ্ধ মুহুর্তেই হবে, বন্দুক ভরে
তাজা ফুল ছুড়বে
কান্নার বদলে হাসির কললে, লাগিবে
যাত্রাপালা।
এমনও পৃথিবী দাও মোরে প্রভু, মিটায়ে
দাও মোর জ্বালা।