আমি বোধহয় কাচের তৈরি
তাইতো ভেঙে চুরমার হয়েছি বারবার।
কিংবা এক টুকরো মেঘ
রাত বিরাতে দুচোখ দিয়ে কতনা বৃষ্টি ঝরিয়েছি।
এই তো সময় ক্ষনেক আগে
আমি বোধহয় ছিলাম পুতুল,
কতনা কথা হলো,স্বপ্ন দেখা হলো
এমনকি ভালোবাসাও হলো,
আর এক্ষুণি পুতুল খেলার মতো
সব শেষ হয়ে গেল।
আমি বুকের মধ্যে হাত দিয়ে
ছুয়েছিলাম আমার হৃদয়,
পাথরের তৈরি-ভীষণ শক্ত।
তাই তোমার দেওয়া কঠিন আঘাত
ভাঙ্গতে পারেনি এ হৃদয়,
এখনো সক্ষম আছি
সক্ষম আছে আমার হৃদয়।