চোখে জল আসে
অন্তর জ্বলিয়া যায়।
হাজার বছর ধরে
সুরে সুরে গান গায়।
অতৃপ্ত নয়নে চেয়ে থাকে মুখ পানে
ভালবাসা পাবার আশায়।
দাড়িয়ে আছে সে আমার দুয়ারে
বেঁধেছে মিষ্টি মায়ায়।
চাঁদনী রাতে সে আমায় স্মরণ করে
রেখেছি তারে চোখের তারায়।
খোলা মাঠে হেঁটেছি তোমার হাত ধরে
সুখানুভূতি পাই তোমার ছোঁয়ায়।
চলে গেলে বহুদূরে না ফেরার দেশে
দুঃখে আমার বুক ভেসে যায়।
মুমূর্ষু জীবন মরণের সাথে যুদ্ধ করে
তোকে মন ফিরে পেতে চায়।