একলা আমি একলা ছিলাম
আমার হাত তোমাকে দিলাম।
ব্যাকুল আদরের ক্ষত সারা গায়ে
সুখে সুখী সংসারী থাকে যেখানে ।
অপূর্ণতায় আর কষ্ট দিও না
দুঃখ নিয়ে তুমি খেলো না।
কেউ ভালবেসে সাজায় সংসার
ললনা তুমি আমার অহংকার।
এসো দু’জন প্লাবিত হই স্বর্গীয় প্রেমে
আনমনে পথিক চলেছে প্রেমের পথে ।
ভোর বেলা তুমি কাছে আসো না।
বিরহ জ্বালায় রাত আর কাটে না।
তিক্ত কথায় আমায় কর দংশন
কবিতায় পাই তোমার দর্শন।
নষ্ট কষ্ট নিয়ে হৃদয়ে আগুন জ্বলে
কবির কবিতা নিরবে কেঁদে উঠে।
ছোবল দিলে তুলে বিষের ফণা
বেশ করেছ তুমি চতুর সুদর্শনা।
আসোনা ছুটে তোমায় জড়ায়ে ধরি
কেমনে মিলে মিশে এক হয়ে বাঁচি?
প্রণয়ের মৌমাছি গুন গুন করে
আহ্বান করি তোমায় হারানো সুরে।