আঁধার ভুবনে জ্বেলেছ প্রদীপ বাতি
মনের আকাশে পরম আত্মীয়া তুমি।
হৃদয়ের কাছে ছড়িয়েছ বকুলে গন্ধ
ধীরে ধীরে পেয়েছি জীবনে চলার ছন্দ।
ভালবেসে আমাকে করেছ ঋণী
সুখের টানে প্রেমের পথের পথিক আমি।
ছবি হয়ে আছ তুমি এ মনেতে
সবকিছু লাগে ভাল মনোহারিণী হাসিতে।
বিরহের মাঝে মিল খুঁজেছি
কবিতার সাথে মিতালী করেছি।
দুটি মন দুটি প্রাণ বেঁধেছে একই  সুরে
অনুরাগে অনুভবে দেব না যেতে দূরে।
হাতে হাত রেখে একই সাথে চলব
প্রাণের পরশে তোমায় কাছে ডাকব।
কথার গোলাপ ফুটিয়েছি তোমায় ভেবে
নতুন এ ঘর বাঁধব আমি প্রাণ বন্ধুরে।
যুগে যুগে তুমি আমি থাকব হাসি মুখে
আদরে আদরে রাখব তোমায় মন মাজারে।