অন্ধকারে প্রেত নাচে
মানুষ নাচে ছদ্মবেশে।
সোনার মুকুট পরে  মাথায়
পাপের পথে পা বাড়ায়।
ভাল সাজার ভান ধরে
গোপনে শয়তানি করে।
ঘুষ খায় সুকৌশলে
ধার্মিক লেবাস পরে।
ভাব দেখায় যেন জমিদার
যতনে করে চোরা কারবার।
দুর্নীতি করে নেশার ঘোরে
নিজের ফাঁদে আটকা পরে।
চোরের মত যেন গতিবিধি
ভয়ে ভয়ে চলে দিবানিশি।
চোরে চোরে মাসতুত ভাইয়ের বন্ধন
ঘুষের স্রোতে মেলে ঐক্যের বাঁধন।
মন মন্দিরে লেগেছে তালা
ঘুষের টাকায় করে তীর্থ যাত্রা।
মনের গভীরে নিরন্তর বিষাদ।
চেহারায় ফুটে ক্লান্তির ছাপ,
লোক দেখিয়ে নীতিকথা কয়
পর কালের শাস্তির নেই কি ভয়?
অবৈধকে বৈধ মনে হয়
নৈতিকতার হয়েছে অবক্ষয়।