তুমি বিনা সুতায় বেঁধেছ আমার মন
মনের মাঝে মন রেখে ভালবাসি সারাক্ষণ।
ঢেউয়ে ঢেউয়ে জেগে আছে আমার জীবন
বুকের স্নিগ্ধ গন্ধে ভরে ওঠে আমার মন।
তুমি ছাড়া মন যে মানে না
বেলা শেষে মন খুলে হাস না।
চুপি চুপি ডাকি তোমায় আমার কাছে আস না
হাতের ওপর হাত রেখে মিষ্টি করে বল না।
ইচ্ছে করে থাকি তোমার কাছাকাছি
তোমার জন্য হৃদয় ভরে ভালবাসা রাখি।
আমি বারে বারে তোমার প্রেমে পড়েছি
সোনা পাখি তোমায় আদর সোহাগে রাখি।
বিরহে মিলনে তোমাকে খুঁজে বেড়াই
পথ পানে চেয়ে থাকি অপেক্ষায়।
ভরা নদীতে তোমার তীরে তরী ভিড়াই
কি বাঁধনে জড়ালে মধুর মায়ায়।
শরীরে এসেছে স্বাদ সেই বসন্তের রাতে
নিঃসঙ্গ জীবনে একদিন তুমি এসেছিলে
তোমার প্রাণের স্বাদ জেগে ওঠে আবেগে
ঘুমে চোখ চায় না জড়াতে।
আমার বুকে তোমার প্রেম রক্তে মিশে গেছে
ডাকনি কেন এসে জ্যোৎস্নায় বসন্ত রাতে
হৃদয়ের গান ভেসে যাবে পথের বাতাসে
মাঝ রাতে তোমাকে দেখার পিপাসা নাহি মেটে।
তুবও ভালবাসা জেগে থাকে প্রাণে
সারারাত কথা কই স্বপনের সাথে
পৃথিবীর আঘাতে হৃদয়ে বেদনা জমে
তোমাকেই চাই জীবন চলার পথে।
দূরে থেকেও খুব কাছে তুমি আমি আছি
আঁধারে তুমি সেই নিস্তব্ধতা চেন নাকি?
উল্লাসে আপন মনে তোমায় ছুঁয়ে দেখেছি
জীবনের গভীর জয়ে অভিভূত হয়েছি আমি।
পৃথিবীর সভ্যতায় তুমি অপরুপ স্নিগ্ধ কলরবে
ভিড়ের ভিতরে যতনে রেখেছি তোমায় মন মন্দিরে
পৃথিবীর সব প্রেম তোমার আমার মনে
এ পথে হেঁটেছি দু’জন হাজার বছর ধরে।