ল্যাবে কেন কম্পিউটার নষ্ট হয়
তদারকি করতে কার এত ভয়?
চেনা চেনা মুখ তুবও অচেনা
লুঙ্গি পরা সভাপতি আর চলে না।
নিলামে উঠেছে আমার দেশ
শিক্ষাঙ্গনে রাজনীতি জমেছে বেশ।
জাতি গড়ার কারিগর যে শিক্ষক
সমাজে সে অপমানিত অনর্থক।
ছাত্র ফেল করলে পরীক্ষার পর,
গুরুর নামে ওঠে সমালোচনার ঝড়।
মাথা থাকে সবারই উপরে
ঝুঁকাইও না মাথা কারও তরে।
খরচের ভয়ে নেই আধুনিক সুবিধা
চক মার্কারে কি চলবে দুনিয়া?
উন্নত কন্টেন্ট পড়ে আছে অনলাইনে
পণ্ডিত মহল আজও কী যেন ভাবে?
বছর বছর বই ছাপালে
অনেকের কপাল খুলে।
শিক্ষার্থীরা ফেল করলেও শেষে
ফাইনালে দেখা যায় সফল বেশে।
কোন নেশাতে কোন যন্ত্র কলে
প্রমোশন পায় তারা পরবর্তী ক্লাসে ।
যদি প্রাথমিক শিক্ষা শেষে
উচ্চারণ করতে হাঁটু কাঁপে।
কোন শিক্ষা তাকে পথ দেখাবে
মুক্তির পথে সে কিভাবে যাবে?
গুরু মশাই বলে কিচ্ছু পারে না
বিদ্যালয়ে ছাত্র রাখতে এত বাহানা।
টাকার জোরে শিক্ষা হয় ভিন্ন
চাষার ছেলে কেবল খুঁজে অন্ন।
বি এড এমএড নামে চলে প্রহসন
সার্টিফিকেট দানে চাই অনুশাসন।
অবোধ মন তোরে আর কি বলি
কারা কৌশলে খুঁড়ল শিক্ষার সমাধি।
পারব না বেচতে আমার মাথা
সুশিক্ষাই পারে বাঁচাতে এ ধরা।
প্রমাণ থাকতেও আমি ঠিকানা খুঁজি
প্রশাসন খায় কত সাথীর চাকরী।
প্রজ্ঞাপন ছাপে কাগজে কাগজে
চলেনা সেগুলো আতেলের সমাজে।
উন্নত প্রযুক্তির নানা চর্চা দেখি অবণীতে
দিশেহারা জাতি শিক্ষার সঠিক পথ খুঁজতে।
গণ মাধ্যম কোন অদৃশ্য শক্তিতে  অন্ধ
মিথ্যার চাদরে সত্য প্রচার করা বন্ধ।
বাসায় থেকে বলি ছাত্ররা পড়ে না
তবে কেন স্কুল বাসায় নিয়ে যান না?
শিক্ষক বলে ছাত্রদের আচরণ নয় ভালো
কার দায়িত্ব ছিল শৈশবে ছড়াতে এ আলো?
ক্লাসে পাঠ পরিকল্পনা নেই হাতে
প্রাইভেট পড়ায় অনেক যতনে।
শিক্ষিত ডাকাত তৈরি হচ্ছে দেশে
কে কে নেবে দায়িত্বটা শেষে?
দপ্তরে দপ্তরে সেবা পেতে লাগে উৎকোচ
একজোট হয়ে পেটাতে  করি কেন সংকোচ?
রাজনীতিতে শোষক হয়েছে একজোট
জনগণ দেখাও তোমার ক্ষমতার দাপট।
কোথাও কোনো অন্যায় হলে কারও প্রতি
একসাথে গিয়ে টিপে ধরো অন্যায়কারীর টুঁটি।
চাঁদাবাজী নিয়ে কার এত বাড়াবাড়ি
চোর পুলিশ কেন খেলে লুকোচুরি?
ভদ্রবেশী চোরেরা গাড়িতে চড়ে
ছিচকে চোর মার খায় পথে পড়ে।
কলমের  খোঁচায় জীবন যায় ভেসে
মানচিত্র ছিড়ে খায় পশু বেশে।
স্বপ্ন দেখি বলে কলম ধরেছি আমি
পৃথিবীর সৌন্দর্যে ভরাতে এই ভূমি।
স্বপ্নের দেশের মত গড়ব আমাদের দুনিয়া
হে মানুষ, চল করি স্বপ্ন বেচা কেনা।
আমি এক ফেরিওয়াল ভাই
স্বপ্ন ফেরি করে বেড়াই।