আমাকে পুরনো খবরের কাগজের মত
ফেলে দিতে পারেন ভীষন অবহেলায়,
কিন্তু তবুও, আমি পৌঁছে যাব আমজনতার হাতে হাতে
ফেরিওয়ালার কৃপায়।

আপনি আমাকে ইতিহাসে লিখতে পারেন-
আপনার তিক্ত নিরেট মিথ্যা দিয়ে;
আপনি আমাকে নোংরা ময়লায় পদদলিত করতে পারেন,
কিন্তু তবুও ধুলোর মত আমি উড়বো।

আমার উচ্ছলতা কি আপনার মন খারাপ করে?
কেন আপনি বিষাদে জর্জরিত? আমার চালচলনে!
যেন আমি তেলের খনি পেয়েছি,
আমার ড্রয়িং রুমেই শোধনাগার!
কিন্তু তবুও, চাঁদ আর সূর্যের মত,
নিশ্চিত জোয়ার-ভাটার মত, আমি উঠবো।

আপনি ঠিকই আমাকে দুঃখ ভারাক্রান্ত দেখতে চান,
মাথা নীচু এবং চোখ নত !
ঝুঁকে পড়া কাঁধ, অশ্রুসিক্ত ও জীর্ন শীর্ন,
বুক ভরা হাহাকার আর নির্লিপ্ত!

আমার ঐশ্বর্য কি আপনাকে পীড়িত করে?
দয়া করে এটাকে অন্যভাবে নিবেন না,
আমি এমন ভাবে হাসি যেন সোনার খনি পেয়েছি,
আমার উঠোনেই চলছে খুড়া-খুড়ি।

আপনি আমাকে কথার বাণ মারতে পারেন,
চোখের দৃষ্টি দিয়ে কেটে ফেলতে পারেন,
ঘৃনা দিয়ে আমাকে খুন করতে পারেন,
কিন্তু তবুও, বাতাসের মত আমি উঠবো।

আমার সফলতা কি আপনাকে ঈর্ষান্বিত করে?
আমাকে নিয়ে আপনার ভাবনা অহেতুক কালক্ষেপণ;
কারন আমি এমনভাবে হাসি, যেন হীরার খনি-
আমার শোবার ঘরে।

ইতিহাসের আস্তাকুঁড় থেকে
আমি উঠবো,
বেদনার্ত অতীতের ডায়রী থেকে
আমি উঠবো,
ঝড়ের তান্ডব সহ্য করা আমার অভ্যেস।
ভয় আর আতঙ্কের রাতগুলো পেছনে ফেলে
আমি উঠবো,
উষার দীপ্তিমান সূর্যের মত
আমি উঠবো,
আমার পূর্বপুরুষদের অপূর্ন ইচ্ছা নিয়ে
আমি উঠবো,
কোটি মানুষের স্বপ্ন আর দুষ্টের সংহার হয়ে
আমি উঠবো,
আমি উঠবো,
আমি উঠবো॥

০৮ ডিসেম্বর, ২০২৩