এই রাত কেন ফুরিয়ে আসেনা ভোরে
বার বার যেন কালো মেঘ খানি
বাঁধে মোরে বাহুডোরে?
মুক্ত আমি হতাশায় নাকি বিষন্নতায় ভুগছি
ন’ইলে কেন যে হিংস্র আবেগে
মানবতাকেই মারছি!
ক’দিন আগেই অসীম সাহসে গুলিতে পাতিয়া বুক
বধিয়া দানব হৃদয়ে চেখেছি
স্বাধীনতার সুখ।
আজও কেন সাঁঝে সেই সুর বাজে
হায়েনারা হাসে করুণ সলাজে,
ভীড়ু কাপুরুষ ছানাবড়া চোখে
আশায় বাঁধিছে বুক!
প্রতিদিন যেন মনে করে তারা
আবু সাঈদের মুখ।