মেঘের পরে মেঘাবৃত আকাশ
স্মীতহাস্যোজ্জ্বল,
ক্ষণিক দ্যুতির বিচ্ছুরিত আবছা আলো
দুর্গম পথচলা-বিক্ষুব্ধ পারাবার,
কান্ডারী বিভ্রান্ত নাহি দিশা
অকুলে আকুল হিয়া
কিনারে ভিড়াও মোর ভাঙা তরি,
সমুদ্র অপার।

নতশিরে চুমি তব চরনধুলি
মাখিব অংগে মম,
নাহি চাহি ঠাঁই পদতলে
ভাবি কুন্তলে কুসুম হব,
বিষাদে বিষন্ন বদন রাঙাবো রঙে
নাচিবো নতুন ঢঙে,
গরলে জুড়াবো প্রাণ
গাহিবো গহীন সুরে অবিনাশী গান,
হাওয়ায় মেলিব ডানা
উড়িব দু’জন॥


৩০ জুলাই, ২০২২ ইং