যেদিন থেকে মানুষের টুঁটি চেপে ধরে-
বাকস্বাধীনতাকে হরন করতে শুরু করলে,
সেদিন থেকে পশ্চিমাকাশে কালো মেঘ জমতে শুরু করেছে
দেশে একটা কালবৈশাখি হবে।
যেদিন থেকে জাতির গৌরবোজ্জল মুক্তিযুদ্ধকে-
একক মালিকানাধীন করার চেষ্টা হচ্ছিল,
সেদিন জাতির ভাগ্যাকাশে উঁকি দিচ্ছিল অজানা শঙ্কা
দেশে একটা আন্দোলন হবে।
যেদিন থেকে ক্ষমতার আশেপাশে স্পষ্টবাদীতার বিপরীতে
শুধুই চাটুকারিতার তৈলাক্ত মর্দন,
সেদিন থেকে ভূগর্ভে ফাটল ধরতে শুরু করেছে
দেশে একটা ভূমিকম্প হবে।
যেদিন নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামা স্কুল পড়ুয়াদের-
উপর ঝাপিয়ে পড়েছিল একদল হিংস্র জানোয়ার,
সেদিন বঙ্গোপসাগরে নিন্মচাপ সৃষ্টি হচ্ছিল
দেশে একটা ঘূর্নীঝড় হবে।
যেদিন হায়েনার গুলির সামনে বুক চিতিয়ে-
দাঁড়িয়ে গেল আমাদের “আবু সাঈদ”,
পুলিশ ভ্যান একলাই রুখে দিল লিকলিকে মেয়েটি,
ছাত্রকে ছাড়িয়ে নিতে মল্লযুদ্ধে জড়াল ভার্সিটির শিক্ষিকা,
মা তার সন্তানকে নিয়ে সামিল হল ছাত্র-জনতার মিছিলে,
যেদিন ঢাকার সব পথ এসে মিশে গেল শহীদ মিনারের রাজপথে,
সেদিনই পুরোপুরি নিশ্চিত হয়ে গেলাম
দেশে আবার জনতার-অভ্যূত্থান হবে॥