সময়ের সাথে নিরন্তর বাজি ধরে
লাল সবুজের পতাকা মাথায় বেঁধে
চোখে মুখে অস্ফুট শব্দের কথামালা
হৃদয়ে ইস্পাত কঠিন অব্যর্থ আকাঙ্খায়
একঝাঁক “দুস্কৃতিকারী” খালি হাতে রাস্তায়।
যেখানে তারাহীন নীল অন্ধকার
নিরুচ্চার শব্দগুলো বুকে চেপে আছে বহু বছর ধরে
মানুষের কথাগুলো মিলিয়ে যায় অন্তহীন নিস্তব্ধতায়
নাগরিকরা যেখানে নিজেকে খুঁজে পায় অদৃশ্য-
কোন “গুয়ান্তানামো বে”র অতিথিরুপে,
নয়তো সরাসরি মুনকার-নকীরের ইন্টারোগেশন সেলে
বিনা নোটিশে!
এমনি স্বাপদসংকুল মুহ্যমান জনপদে
একটি তারুণ্যদীপ্ত স্লোগান
কোটি জনতার প্রাণের স্পন্দনে
আমাকেও ভাসিয়ে নেয়-
বাঁধভাঙা জোয়ারের অনিবার্য স্রোতে,
কেউবা ভেসে যায় দেশের সীমানা ছাড়িয়ে
অন্য কোন দেশে,
বিনা নোটিশে!
আমিও লিখলাম নাম
“দুস্কৃতিকারী”র তালিকায় অবশেষে
বিনা নোটিশে॥