আমি হায়েনার মত হিংস্র
আমি রক্তের রঙে রাঙাই ভূবন ঝরাই প্রাণ সহস্র,
আমি শেয়ালের মত ধূর্ত
চালাকিতে মোর জুড়ি মেলা ভার, লাগে..ক্ষমা চাই নিঃশর্ত,
আমি নাগিনী.. ভরা বিষে
দংশনে আমি তীব্র মারি শীতল সর্বনাশে,
আমি ঝন্জার মত উন্মাদ
আমি পথের বাধা তছনছ করে মিটাই আপন সাধ,
আমি শয়তানের অট্টহাসি
আমি লক্ষ্যে অটল ভেঁঙ্গে-চুরে সব হই সর্বগ্রাসী,
আমি অমাবস্যার কালো
আমি আঁধার ভূবনে নিশাচরদের একমাত্র আলো।

আমি সন্তানহারা দুখিনি মায়ের বুকভরা হাহাকার
আমি মুহুর্তে বানাই মুক্তিযোদ্ধা ক্ষনিকেই রাজাকার,
আমি সোজা পথগুলো রুদ্ধ করিয়া বাঁকা পথে করি যাতায়াত
মোর হুকুম তামিলে অবাধ্যদের নিমিষেই নিই একহাত,
আমি জন্মসূত্রে মহাসম্মানী নাহি লাজ-অপমান
আমি বিভাজনের কুরসিতে বসে গাহি সাম্যের গান।

আমি মারনাস্ত্রের ঝংকারে করি উন্নয়নের জয়গান
আমি রাজপথে আনি মহানিরবতা জনপদ করি শশ্মান,
আমি বিরোধী নিধনে সিদ্ধহস্ত যায় যাবে যাক প্রাণ
আমি জাহান্নামের আগুনে বসিয়া আনন্দে আটখান,
আমি ডান্ডা মারিয়া ঠান্ডা করি চাইতে এলে অধিকার
আমি বাঘের পিঠে সওয়ার হয়েছি শুনবোনা কারো ধিক্কার!

আমি কারফিউর সামরিকযানে
                          করিয়া প্রাণ সংহার
ভূলোকে ছড়াই বিষবাস্প
                           আমি গর্বিত স্বৈরাচার॥


২১ জুলাই, ২০২৪