ওহে আগুয়ান হও মহীয়ান
আলোক প্রদীপ জ্বালো
ভরা দাবানলে বিষাদ-অনলে
শীতল বারিষ ঢালো।
সবলে জাগাও মানবতাবোধ
দুঃস্থে সাহস অসীম
অত্যাচারীকে বজ্র আঘাতে
নিঃস্ব কর ‘হে নিঃসীম’।
জরাক্লান্ত পথভ্রান্ত
চাহিতেছে তব পানে
খাদের কিনারে ধুঁকিতেছে যারা
বাঁচাও হেঁচকা টানে।
জীবন যাদের উপহাস ভরা
মৃত্যুই যাদের কাম্য
বাড়িয়ে হস্ত কাটাও ত্রস্ত
উঁচু-নিচুতে গড় সাম্য।
দিনভর খেটে আধভরা পেটে
কাটিয়েছে কত রাত
এতই কি ক্ষতি রাখতে যদি
তাদের মাথায় হাত?
অসহায়ে হও নিত্য সহায়
পীড়নকারীতে অন্ত
প্রৌঢ় ভূবনে যৌবন এনে
তবেই হবে ক্ষান্ত।
এসো হে জওয়ান হও আগুয়ান
পদতলে নত শির
তোমা হতে শুরু তোমাতেই শেষ
জন্জাল ধরিত্রীর।