যদিও হিংসা আর হানাহানিতে আমাদের গতি কিছুটা শ্লথ
তবুও অটল বিশ্বাসের সাথে দিতে পারি আগামীর নিশ্চয়তা
কারন জাতি হিসেবে আমরা কখনো পরাভূত হইনি।
যদিও আমাদের কেউ কেউ অন্যায়ের সাথে আপোষ করেছি
কলঙ্কিত করেছি প্রিয় দেশ মাতৃকার নাম;
তবুও আমাদের বেশীরভাগই সত্যিকারের ভাল মানুষ-
                আত্মসম্মানবোধ আর কঠোর পরিশ্রমের মানদন্ডে;
আমাদের যাঁরা চেনেন- তাঁরা তা ভাল করেই জানেন।

আর হ্যাঁ; চাল-চলনে, ভাষায়-গড়নে আমরা বাঙালী
      ধর্মে-বর্ণে হয়ত আমাদের ভিন্নতা আছে…
           রাজনৈতিক মতাদর্শে হয়ত কিছুটা বিবাদ আছে…
তবুও আমরা স্বাধীনতা-সার্বভৌমত্বকে দৃঢ়ভাবে ধারন করি।
অকৃত্রিম দেশপ্রেম আর অদম্য বিশ্বাস একত্রিত করে
        হারানো সম্মান আর হৃতগৌরব পুনরুদ্ধারে
                 সহজ-সরল কিছু বৈচিত্রময় মানুষের মাঝে
আমরা আমাদের সেই বীরদের আত্মাহুতিকে স্মরণ করি,
শত বঞ্চনা আর কষ্টের মাঝেও আমরা আমাদের-
                                     কৃতজ্ঞতাটুকু প্রকাশ করি।

প্রকৃতির অপার দান আমাদের প্রিয় মাতৃভূমি
ফসলের মাঠ, কারখানার পন্য আর পরিশ্রমী জনশক্তি-
                  মিলেমিশে একাকার মা-মাটি-দেশের তরে;
দূরদৃষ্টি আর সততার কঠিন শপথে দাঁড়িয়ে-
                                        আরেকবার যদি চেষ্টা করি,
এখনও আমরা পৌঁছাতে পারি দৃশ্যমান এক উচ্চতায়
কারন আমরা সেই জাতি, যার রক্তের প্রতিটি ফোঁটায়  
                  জন্মেছে এক একটি আম-কাঁঠাল-দেবদারু-
                                            আমার সোনার বাংলায়॥