ভাবনা যখন বাইনোকুলার
বৃষ্টি তখন সুদূরপুরে
এবং গল্পে নায়ক আমিই
কাজেই তুমি ভিজছো দূরে !
তুমি মানে নায়িকা নও
আলীবাবার চোর ধড়িবাজ
প্রাক্তন মালা-বদল শেষে
স্রেফ হয়ে যায় গালিগালাজ !
গালিগালাজ সুখেই থাকে
দুঃখরা তার ঝা’য়ের শিশু
ঝা’য়ের আবার বন্ধা স্বামী
দুঃখ গিলেন, দুঃখে হিসু !
ভাবনা যখন বাইনোকুলার
বৃষ্টি তখন সুদূরপুরে
রোমান্টিক সে বৃষ্টি মাথায়
হচ্ছে কবর বন্যা খুঁড়ে !