উড়িয়ে দিলাম ঘরকুনো মেঘ যত
তার ভেতরের শ্বেত-জোছনার ছা
তার ভেতরের ঝিলে কোষায় চড়ে
কোমর বেঁধে শাপলা-তোলা মা
বন্ধ দিলাম জীবন আত্মসাৎ
একা একা নিজেরটাকে নিজেই
কারণ, হলে এজমালি জমি গো-
সবাই খুশি, এরচে দারুণ নেই !
কাজেই— চলতে সবার খুশি মতো
তৎপরতাও প্রাণঢালা করেছি
যেই হলো শেষ বসন্ত হিসুটা
গোপন-অঙ্গ মুঠ করে ধরেছি ।