জানো সরকার; প্রাণের বন্ধু আমার,
বিশ্বাস যেন কলিংবেলের রিং
দু’বার বাজলে বুঝি কাঙ্খিত সে
দু’বার বাজায় লুটেরাও ইদানিং !
জানো সরকার, শহরে প্রথম এসে
ব্যান্ডবক্সেতে গিটার খুঁজতে যেতাম !
গান-পাগল তো ! কিন্তু জেনেছি পরে
ব্যান্ডবক্স ছিলো লন্ড্রি-শপের নাম !
তুমিও রাঁধলে ভেবে বসতাম সুস্বাদু ভাবা যায়
তোমার রান্না আজকাল কেন এরকম টকে যায় ?