একদিন প্রভাবক গুণ হারায়
বিবাহিতা প্রেমিকার বাড়ি-ঘেঁষা ঝিলের বেগুনী শাপলাও।
ইদানিং সে-ফুল গোচরে আসামাত্রই
আমি পাশ কাটিয়ে ঢুকে পড়ি সংসারে।
সংসারে আমরা দু’জন মাত্র প্রাণী
এ-বেলা ও-বেলা জল-সুখে হানাহানি।
অতপর, তৃপ্ত আমরা একটি প্যান্ট ও একটি সালোয়ার মেলে দিয়ে আসি বারান্দার ভোর-রোদে।
বেলা বাড়ার সাথে সাথে পাশাপাশি শুকোতে থাকে
দু’দুটি আত্মহত্যর কারণ ।