দারুণ ক্ষুধা নিয়ে চৌরাস্তায় দাঁড়ালেন তিনি
রাস্তা ঘেঁষা ধান-ওঠা মাঠে লুটোপুটি
শিশুদের খেলন-বেলার
তিনি দেখছেন, সাথে অনেকেই।
পাশে দাঁড়ানো একজনের কোল থেকে
তার গাল স্পর্শ করলো একটি শিশু
তিনি ফিরে তাকালেন, হাসলেন
ক্ষুধা পালালো তার।
শিশুটি হাসলে— অনুভব করলেন স্বর্গ-প্রাপ্তি।
তিনি ফিরতেই, দরজা থেকে— 'বাবা কিছু খাবো'।
স্বর্গগুলো বড্ড ছোট হয়
দু-তিনজন আঁটে না।