দু-হাত উর্ধ্বে প্রসারিত করে দাঁড়িয়ে ছিলাম
এখন পূর্ণ হয়ে গেছে হাত
মুঠো ভর্তি হয়ে নেমেছে যেমন ইচ্ছে-গোলাপ
আমি আনন্দিত হয়ে ফিরছি !
আমি ভুলে গেছি হাত-ফসকে বেরিয়ে যাওয়া অন্নপূর্ণা প্রান্তরের শোর !
চোখ বুজে গভীরতায় হাত বাড়াতেই
হাতে ঠেকে জোৎস্নার রবিশস্য-দিন যেহেতু
মনে রেখে কি লাভ ?
বরং অশীতিপর বৃক্ষের সুঠাম শিকড়ের কারাগারে হই স্বেচ্ছাবন্দী
বরং ঝরাপাতা হয়ে পায়ে ঠেকি
সদ্য উঠোন নিকোতে শেখা চঞ্চল কৈশোরের !
পাশ থেকে পরিচিত একজন জিজ্ঞেস করছে, পূর্ণতা মানে কি ?
আমি: বিমুখ করা দরোজা থেকে কোনোদিন খালিহাতে ফিরিনি !