আজ সন্ধ্যার আবহাওয়াটা পবিত্র খুব
চতুর্দিকে একুশে মার্চ পোয়েট্রি ডে
বর্ণমালার নবান্নে খোস কাগজ-কলম
আলতো আঁধার পিঠ পেতেছে শোবার বেডে !
আজ সন্ধ্যার আবহাওয়াটা পবিত্র খুব
ইচ্ছে করছে সওয়াব টওয়াব আমল করি
তাই কিছুটা আয়েস করেই মৌলবাদীর
ঘাড়ের উপর দুই পা তুলে শ্রীজাত পড়ি !