সে ছিলো শিঙিমাছ, আজ তার নাম চচ্চড়ি
আমি তার কান ধরি, মুখ ধরি, দাঁতে পিষে ভুঁড়িভোজ করি !
আমি তার মগজটা সোঁৎ গিলে ঢেকুর ওড়াই
আগে তার কাঁটা ছিলো, আজ তাকে কেয়ার থোড়াই !
এদিকে বৃষ্টি আসে, পা’র কাছে এসে থামে রিকশার চাকা
অতীতের প্রেম চায়, বলি, নেই খুচরো দু-টাকা !