তারা হলিডেতে ছোটে আখড়ায়
তারা সেথা চানাচুর-মদ খায়
তারপর ফেরে রাত দশটায়
দশটায় ট্রেন ছোটে ঝিকঝিক
তারা হলিডেতে মিলে সন্ধের-
কিছু পরে, তিনে ভালো মন্দের
কথা বলে মাংসল রন্ধ্রের
তিনটের’ই প্রিয় গালি ‘খানকি’
তারা হলিডেতে ছোটে আখড়ায়
আখড়ায় মদ খায়, গান গায়
গানে বিচ্ছেদী সুর, দশটায়-
জোনাকী ও তারা ফেরে চুপচাপ
আর বাদবাকি দিনে সেই তিন
সুধে চলে মৌখিক সব ঋণ
আর রাতে বসে থাকে ঘুমহীন
চোখ বেয়ে ঝরে চলে ‘খানকি’ !