‘কাশীতে কি বলেছিলো কাশীনাথ
যে কথাটা টেনেটুনে হাস্য
বা আজ হানিমুনে কে ছোঁড়েন
মাইক্রো ওভেনীয় ভাষ্য’

জানিনা, এনালগ, চাটিনি-
ক্যান্ডি ডিজিটাল মিল্কি
মোল্লা একদোড়ে মসজিদ
আমারও সবেধন বিলকিস !

নামটা গেঁয়ো গেঁয়ো ? জানিতো !
কিন্তু আশা আছে ভাইটি
সেকেলে নাটোরের ‘লতা সেন’
হালে শুতে যান পরে নাইটি !