‘ঘুমের ভেতর বুঝতে পারিনা ঘুমিয়ে আছি,
বুঝি ঘুম ভাঙার পর’ !
উরি...স্... শালা, কি গভীর ভাবনা ভেবে ফেল্লাম রে !
মূলত এটা গভীর কিছু নয়,
অক্ষমতা কে আন্ডারওয়্যার পরানো মাত্র !
মানুষ ওরফে চালবাজ আমরা কিছুই ছাড়তে রাজি নই !
তাই, অক্ষমতার ঘাড়ে আধ্যাত্মিক শব্দটা চাপিয়ে হই প্রথম-শ্রেণীর !
তাই, অন্যের বারান্দায় বেহাত হওয়া প্রেমিকার অন্তর্বাস উড়লে
ঈর্ষা নিয়ে বলি ‘তোমার সুখ’ই আমার সুখ’ !