আমি ফিরে চলে আসি সমুদ্র সমাহারে রেখে
একটি বিকেল-মাছ, কয়েকটি যৌথ-সাঁতার
আর কিছু পদছাপ শামুকের ঝিনুকের গায়ে !
রেখে যাওয়া নিয়মের স্বপক্ষে হয়ে সোচ্চার !
আমি রেখে চলে আসি, বা এগোই, এই এগোনোটা
সবার’ই লক্ষ্য, তাই ঝরাইনা অশ্রু-কুসুম
অথচ এগোনো মানে, ধীরে ধীরে ঢুকে পড়া শীতে
পাতাহীন একা গাছ মানুষের ভরা মৌসুম !