ভরা মজলিসে জুতোটা ছিঁড়ে গেলো আমার
ছিঁড়ে গেলো একপাটি জুতো কার যেন পায়ের ধাক্কায় !
আমি লেংচে হাঁটছি
আমার অবস্থা দেখে হেসে উঠছে কেউ কেউ, পাত্তা দিচ্ছিনা
হাসির জবাবে ভেংচি কেটে নিজেও হেসে ফেলছি বরঞ্চ !
কারণ, জুতো একটা জিনিস, ছিঁড়তেই পারে দুর্ঘটনায় !
আমিতো করিম সাহেবের মেয়ের মত জোরপূর্বক সতীত্ব ছেঁড়া নই,
যে মাথা নিচু করে হাটবো !