তাকে প্রথমবার দেখার দিন আমি স্বাভাবিক পুরুষ ছিলাম !
দ্বিতীয়বার দেখে, নিজেকে নপুংসক ভাবতেই লাগলো ভালো !
একজন তরুণী কে দেখার অভিজ্ঞতা এটা !
সে তরুণী মুখস্থ দৃষ্টিতে নোংরা, কালো, গালবেয়ে অনর্গল লালাঝরা, পাগল !
বাজারে থাকতো সে, প্রার্থনালয়ের পাশে !
অবিরাম হাঁটতো, দৌড়াতো আর বকতো !
দ্বিতীয়বার দেখার দিন তার মধ্যে উপরের সব বৈশিষ্ট বিদ্যমান ছিলো !
শুধু, প্রার্থনালয়ের ভদ্র’রা তাকে লাঠি দেখাচ্ছিলো অন্যত্র সরে যেতে !
শুধু, হাঁটতে পারছিলোনা তার পোয়াতী শরীর !