পুকুর ঘাটের হাটু-জলে দাঁড়িয়ে ছিলাম
দেবো ভেবে আলতো একটি মাছরাঙা ডুব
কারণ ছিলাম পাঁচবছরের ! সাঁতার শেখা
হয়নি ! মধ্য-পুকুর ছিলো ভয় ধরা খুব !
পুকুর ঘাটের হাটু-জলে দাঁড়িয়ে ছিলাম
হঠাৎ উড়ে পড়লাম গিয়ে মাঝ-পুকুরে
খেলার ছলে আমায় ছুঁড়ে ফেললো যে-লোক
জানতোনা সে গান শিখিনী জলের সুরে !
মাঝ-পুকুরে তলিয়ে গেলাম শান্ত ভাবেই
জলের তলায় জলরঙা রোদ হাত বাড়ালো
এবং দারুণ ঘুম পাড়িয়ে দিচ্ছিলো জল
ঠিক তখনি কার যেন হাত ঘুম তাড়ালো !
সহজ সে-ঘুম ক’দিন যাবৎ মিস করি খুব
সহজ গেলে, সবচে কঠিন বাকি থাকে ডুব !