তুই বৃহন্নলা হ
চাঁদের আলোয় পেট-ফুলে উঠা ভাত তুলে দেই তোর মুখে,
তুলে দেই খাবার শেষে মুখ মুছে দেয়া মমতা !
তবু চোখটা নামা !
চোখটা নামা
আফ্রোদিতির বা-স্তনের মত মাসল পাক তোর চোখ,
পূজনীয় নগ্নতায় হোক স্নান !
একদিন আমাদের জন্য বাড়ানো
ঈশ্বরের মৃত্যুমাখা হাত কে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছিলো ঐ কিশোরির ওড়নাপুর !
যেদিকে কেউটের মত তাকিয়ে তুই !