মেরুদণ্ড’টা শরীরের’ই নয়
চোখের ভাষারও থাকতে আছে
মুচকি হাসারও থাকতে আছে
এমনি বাজেনা সূর্যদয়ের গান
ফিদেল ফিদেল মেরুদণ্ডী সে প্রাণ !
ফিদেল ফিদেল, কাগজ-কলমে
ক’টি নিবন্ধে শুরু
মনকাডা ক্যাম্প ছোঁ-মেরে দেখালে
মেরুদণ্ড কি পুরূ !
যদিও ব্যর্থ মনকাডা হানা,
পরিণামে কারাবাস
তবুও ‘আসছে বিপ্লব’ সেথা
ছিলো সে পূর্বাভাস !
ফিদেল ফিদেল এক বিপ্লব !
বিপ্লব মানে কি ?
‘দিলে দাও, নয় ছিনিয়ে আনবো
অধিকার সোনা’টি' !