বলে কয়ে তুমি করছো সবুজ লুট
সাঁওতালি বুকে আগুন তোমার লোকের
মাটির ভক্তি গুড়িয়ে, তোমার চ্যালা-
পত্তন করে হাজার প্রাণের শোকের !
যাচ্ছো সেখানে, যেখানে তোমার মর্জি
নিয়ে সব্বার সবেধন ঘোড়া এক
যে-নিয়মে কারো কারাবাস, সে-নিয়মে
তোমার জন্য তোলা আদরের সেঁক !
ওদিকে বলাৎকার শেষে খুন সেইদিন
রটলো করেছে তা তোমার’ই স্যাঙাত
তবু জল ঘোলা এমনি পেরেছো করতে
আছো ঠিকঠাক, ক্যায়াবাত ক্যায়াবাত !
ক্যায়াবাত, হাঁ হাঁ বাহবা আমারও লোফো
কারণ, সদাই কিনে দিচ্ছনা দাম
দোকানী কাঁদছে, তবু যাচ্ছেনা রুখতে
তোমারেই তাই সেলাম সেলাম,
হে রাজা সেলাম !