শিশিরের কথকতা-বাদুড়ের ডানা পতপত-
একলা পুকুরঘাট আর আমি, মিলে এই চার
জীবন-আনন্দিয় কবিতার ছবি থেকে উঠে
ঝালিয়ে নিচ্ছি কিছু গালিগালাজের ব্যবহার !
হারামির ছানাপোনা, কারেন্ট’টা এইবেলা দে
ঘেমে প্রাণ যায় তোর উন্নয়নের গরমে !
বা-থেকে তখনি ধীরে প্রবেশ এক ছায়ামূর্তির
মূর্তি কষালো চড়, চড়া সুর ‘গালি কেন দিলি’
মূর্তি চেনালো জাত, গালি খাওয়া সে-দলের নেতা
মূর্তি বেরিয়ে গেল, তার সাথে এক মেয়ে-শিশু ঝিলিমিলি !
খানিক সময় পরে ডুবে গেলে পঞ্চমীর চাঁদ
মরিবার হলো তার সাধ ( মানে শিশুটির )
চিৎকার আসছিলো, যেইদিকে নেতা গিয়েছিলো
গিয়ে দেখি নেতা নেই, মেয়ে একা উদোম শরীর !
কথাটা চাউর হবে, ভলুকের ঘাড়ে যাবে দায়
কিশোরীর রক্তে ভেজা এ-সবুজ করুণ ডাঙায় !