কোনোখানে ভালো কোনো ইস্যু নেই
খোলা স্থানে মন্ত্রীর হিসু নেই
আছে কমজোরী এক হা-হুতাশ
ধর্ষিতা হলো নাকি পূজা দাস !
এটা কোনো ইস্যু ? নিয়ে দাস-রায়
কি-লিখবে তৌহিদী জনতায় !!
তাই, মাছে গাছে লেখে খোদা-জপ
যেই তৌহিদী ভাই-ফটোশপ
তার ওপর হামলার ছবি-স্থির
ভাইরাল হোক, ইস্যু জমে ক্ষীর !
কোনোখানে ভালো কোনো ইস্যু নেই
যুদ্ধাপরাধী কোনো যিশু নেই
আছে পাঁচ-বছরের পূজা দাস
এই মালু দিয়ে জমে হা-হুতাশ ?
কোনোখানে ভালো কোনো ইস্যু নেই
সব’ই মাল, মেয়ে জাতে শিশু নেই !