পদ্মাবতী সওয়াল করলো ‘কি চাই ?’
জবাব দিলাম তোরে !
পদ্মাবতী দাঁত কেলাইলো জোরে
ওর.....রে !
পরক্ষণেই কইলো আবার ‘আচ্ছা-
আমার কাছে পাঠাইলো তোক
কোন সে ভালোর বাচ্ছা ?’
জবাব দিলাম ‘এক কবি আর বাপে !
হেরা আইজো বন্দী আছেন তলোয়ারের খাপে,
ধরা যখন নিউক্লিয়ারে কাঁপে !’
পদ্মা হাসলো হিহি
সেই হাসিটা মিহি !
হাসতে হাসতে বুক মিলাইলো জোরে
কইতে গিয়াও থাইমা গেলাম
‘দাঁত মাজো নাই ভোরে ?
গন্ধে মাথা ঘোরে !
পদ্মাবতী ড্রোন,
খুঁইজা পাইছে মাটির তলেই হেবিটেবল জোন !
যাইতে যতক্ষণ
আমার যাইতে যতক্ষণ !