জমতে থাকুক, জমতে থাকুক
পদধ্বনি বুকের উপর
বুকের উপর পায়ের ছাপে
প্রমাণ হবে, আমি ছিলাম !
প্রমাণ হবে বুকের উপর
দুঃখ-ধূলোয় হাত ছোঁয়াতেই,
ওরা আমার বুক ছুয়েছে
ওরা আমায় চিনতো সবাই !
ওরা আমায় চিনতো এবং
আমিও ওদের গন্ধ চিনি
হলোতো যা ঘুমো এখন
প্রমাণ নিয়ে, ওদের আমি !