চকলেট কোম্পানির মার্কেটিংয়ে কাজ করে আমার বন্ধুস্থানীয় একজন !
চলতিপথে সেদিন দেখা হলো তার সাথে !
কুশল বিনিময়ে আমার হাসিমুখ ছিলো, তার ভার !
মুখ ভারের কারণ, চকলেটের কাটতি নেই,
পূর্ণ হয়না কোম্পানির বেঁধে দেয়া বিক্রীর মাসিক কোটা,
চাকরিটা যায়যায় !
তাকে বুদ্ধি দিলাম, কাটতি চাইলে কোম্পানিকে বলো চকলেট বিলি করতে !
বলো, সমস্ত প্রেমিকাদের মাঝে বিলিয়ে দিতে বিনিপয়সায়, প্রচুর !
প্রচুর কারণ, চুম্বনপূর্বেও যেন তাদের মুখে লেগে থাকে চকলেটের ছিঁটেফোঁটা !
তোমার সমস্যা শেষ তাহলেই !
বুদ্ধিটা হেসেই উড়িয়ে চলে গেলো সে !
আমি পকেটে হাত দিলাম,
আমার মুখের চকলেট টা ফুরিয়ে এসেছে !