বয়নযন্ত্রী যেদিন শরীর ঢাকতে দিলো,
সেদিন থেকেই আদতে তার জাত গিয়েছে!
সেদিন থেকে সে-নীচ মজুর, আমরা এলিট
আমরা মারি, সে পিঠ পাতে ক্লান্তি বেচে !
বয়নযন্ত্রী যেদিন শরীর ঢাকতে দিলো,
মানে আমরা সভ্য হলাম! সেদিন থেকে-
বিভাজনের শুরু ! হতাম বস্রহারা
প্রত্যাঘাতের পক্ষে সে-ও বসলে বেঁকে !
সভ্যতা এক ভদ্র, চলেন তরতরিয়ে
পেছন থেকে ধুতি’র কাপড় উল্টে দিয়ে !