-কি’লো আমেনা, তোর পোলা তো পুরাই তোর লাহান হইছে !
-‘উহুঁ বুজি, নাকের দিকটা দেহেন, পুরা’ই বাপের ছাঁচ !
হেইদিন গেছিলাম ‘আনন্দির’ পোলা দ্যাকতে,
আল্লার গজব বুজি, বাপের লগে কোনো মিল নাই পোলার !’
কবি হবো বলে
বহুদিন ধরে একটা জারজ কবিতা লেখার শখ আমার !