একমুঠো ক্ষুধা জল দিয়ে গিলে, শব্দ-টোকাই-
সিনডারেলার ডিনারের বিল গল্পে চুকাই !
মেনে যায় সেটা সিনডারেলাও, ভালোবেসে ধরে আঁকড়ে
কিছু ঘুমে তাই চোখ বুজে আসে ‘ঘুম আয় আয়’ রাত্রে !
কিছু ঘুড়ি-টুড়ি কথা দিয়ে রাখে, পৌষে উড়বে পাক্কা
খেতে না-পারলে আজো টক’ই লাগে, আঙুর ওরফে দ্রাক্ষা !
এভাবেই কিছু ভুলচুক নিয়ে আমরা ভালোই বাঁচছি
কিছু শৈশবে ‘তুই বুড়ো হবি’ এ-গ্যারান্টিও রাখছি !
তবু গালভরা আগমনী মেখে ‘উরি’তে তুমি কি করছো ?
এখানে কিছুটা বিষ আছে, ধরো, কথা দাও কাল’ই মরছো !