সাদা-দাড়ি ভরা বৃষ্টি মুরুব্বির
দু-হাঁটু অবধি পায়েও জলের চিক
মুখ নড়ছিলো, এবার ঠোঁটেতে ভাঁজ
বৃষ্টির গায়ে পড়লো পানের পিক !
সাদা-দাড়ি ভরা বৃষ্টি মুরুব্বির
দূরে রিকশায় প্রেম প্রেম কাতুকুতু
ভিক্ষাপাত্রে জল জমে শুধু বুড়োর
মুখে জমে পিক, অর্ধেক’ই যার থুথু !