হঠাৎ তোমার মন কেঁদেছে কিসের জন্য ?
শিউলি ফুলের ? সে-জন্য নয় আমি শিওর !
হঠাৎ তুমি চুল ছেড়েছো কিসের জন্য ?
পত্র পেলে কার বলোতো, কোন সে প্রিয়’র ?
কিসের জন্য হঠাৎ গেছে ওড়না সরে ?
কেনইবা আজ হঠাৎ তোমার গা-গুললো ?
বমিও বোধয় হয়েছিলো, বলছোনা তা !
দেখলে, কেমন বুদ্ধি আমার ঝলমলালো !
যদিও শরীর আমারো গুলায় তোমার মতন
কিন্তু আমি পুরুষ, আমার অন্য রিজন !
মা’র গুলালে ? হারামজাদী, অসভ্য তুই, সানিলিওন !