ফিরলে দেখি ! বোসো ছেড়ে দাও পাখা
পাঞ্জাবী তো কাদায় মাখা মাখা !
ফিরলে দ্রুত’ই, দিয়ে এসেছো গেঁড়ে ?
এবার খেয়ো ভাত’টা নিজেই বেড়ে !
কাঁদছো ? কাঁদো ! কাঁদবেনা আর পরশু !
তরশু তুমিই হবে কান্নার মরশুম-
তিনদিন ব্যাপী, টাচী !
দশ বিশ ষাট বছর ধরে তো তিনদিন’ই মোটে বাঁচি !