সিনেমায় শিক্ষা-বিতরণ সিন চলছে...
চাঁদে পা রাখা প্রথম নভোচারী কে ?
নীল আর্মস্ট্রং ।
দ্বিতীয় ?
নীরবতা।

জীবন-প্রক্রিয়ার প্রথমে
আমি নাম জেনেছি একজন বিপ্লবীর,
অতপর তাঁর সাথে সম্পর্কিত সায়নাইডের !
অগ্রাধিকার ভিত্তিতে
মৃত্যু দ্বিতীয়স্থান দখল করেছে !

আসুন, আমরা ধর্ষিতার বুকের উপর বসে
আমাদের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত ধরি !