আমি আনমনা-ঘুমে অচেতন বোধয় !
লোক-স্বীকৃত আলোয় দাঁড়িয়ে অন্ধকার অন্ধকার বলে চেঁচিয়ে উঠলাম !
কিন্তু স্বাভাবিকতা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে,
আমার তিনহাত দূরের ল্যাম্পপোস্টে প্রস্রাব করতে থাকা কুকুর’টি ছুটে পালালোনা আমার চিৎকারে হঠাৎ !
পাগলের কথায় কান দিতে নেই সবাই বোঝে !
আফসানা, তুমি শুনে গিয়েছিলেনা তনু তনু বলে পাগলের চিৎকার ?